ঢাকা, শুক্রবার, ১৭ মে, ২০২৪

ভারতজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে: কৃষক নেতা

ভারতের প্রতিটি কোণায় কৃষক আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির কৃষক নেতা রাকেশ টিকায়েত। রবিবার হরিয়ানায় কিষাণ মহাপঞ্চায়েতের বিশাল সমাবেশ থেকে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।


কিটলানা টোল প্লাজায় দাঁড়িয়ে টিকায়েতের হুঁশিয়ারি, ‘আমরা দেশের প্রতিটি প্রান্তে যাবো। তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের সচেতন করবো। এটা গণআন্দোলন এবং আমরা একে সফল করবোই। আইন বাতিল না হওয়া পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরবো না।’

 

কৃষক আন্দোলন ভণ্ডুল করতে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টারও নিন্দা জানান টিকায়েত। তিনি বলেন, যখন আন্দোলন শুরু হয়েছিল তখন কেন্দ্র আমাদের পাঞ্জাব-হরিয়ানা, শিখ-অশিখ পন্থায় ভাঙতে চেয়েছিল। কিন্তু শিখদের আমাদের থেকে আলাদা করা যাবে না। এরপর তারা খাপ পঞ্চায়েতের ভিত্তিতে আমাদের ভাগ করার চেষ্টা করে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ রয়েছি। আমরা পিছু হটবো না।’


তিনি বলেন, ‘খাপ পঞ্চায়েত ব্রিটিশদের বিরুদ্ধেও লড়েছিল। যখনই দেশের প্রয়োজন পড়েছে, তারা সাহায্যের জন্য এগিয়ে এসেছে। আমাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে চাই।’


সূত্র : বাংলা ট্রিবিউন

ads

Our Facebook Page